আইন-আদালত |
গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে আটক ২ |
তারিখ: 02 - 03 - 2020 |
![]() |
দিনাজপুরে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে দেবর ও ননদকে আটক করা হয়েছে। তারা হলো- দিনাজপুর পৌর এলাকার মামুনের মোড়ের মিজানুর রহমানের ছেলে রাজ (২০) ও ময়ুরী বেগম (৩০)। গৃহবধূর স্বামী তানভীরুল রহমান রাহুল (২৬) পলাতক। গতকাল রোববার দুপুরে কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, গৃহবধূ রিয়া বেগম দিনাজপুর এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তার শরীরের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। আটকদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পথে হিরাহার পাকা রাস্তার ওপর রিয়ার স্বামী তানভীর রহমান রাহুলসহ আরও ৬জন রিয়ার মা ও ভাবীকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। রিয়া বেগম এগিয়ে গেলে তার স্বামী রাহুল ও অন্যরা তাকে অ্যাসিড নিক্ষেপ করে।
|
স্বাধীন বাংলা ডট কম
প্রকাশক কর্তৃক ৩৭/২, ফায়েনাজ অ্যাপার্টমেন্ট (১৫ম তলা), কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০ হতে প্রকাশিত । সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ অ্যাপার্টমেন্ট (১৫ম তলা), কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ০২-৯৫৬২৮৯৯ মোবাইল: ০১৬৭০-২৮৯২৮০ ই-মেইল : swadhinbangla24@gmail.com |
প্রধান উপদেষ্টা: ফিরোজ আহমেদ ( সাবেক সচিব, বাণিজ্য মন্ত্রণালয় )
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাঃ মো: হারুনুর রশীদ সম্পাদক ও প্রকাশক মো. খয়রুল ইসলাম চৌধুরী ইউরোপ মহাদেশ বিষয়ক সম্পাদক- প্রফেসর জাকি মোস্তফা (টুটুল) |