আইন-আদালত |
বিদ্যুৎ অফিসের সাবেক চিপ ইঞ্জিনিয়াকে ৭ বছরের কারাদণ্ড |
তারিখ: 23 - 02 - 2021 |
![]() |
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের একটি মামলায় বিদ্যুৎ অফিসের সাবেক চিপ ইঞ্জিনিয়ার একেএম শফিকুল আহসানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত হাফিজুল রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায়ে দণ্ডিতের ৭ বছরের কারাদণ্ডের মধ্যে দুর্নীতি দমন আইনের ২৬(২) ধারায় ২ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনা দায়ে আরও এক মাসের বিনা শ্রমে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে একই আইনের ২৭(১) ধারায় ৫ বছরের কারাদণ্ড এবং ৬৯ লাখ ২৬ হাজার ১৯২ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অসৎ উপায়ে অর্জিত ৬৯ লাখ ২৬ হাজার ১৯২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের পর ২০১৫ সালের ১৫ অক্টোবর আদালতে একই কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালত এ মামলায় চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু করেন। তদন্তে জানা যায়, দণ্ডিতের স্ত্রী ও শ্যালকের নামেই শফিকুল আহসানের অবৈধ সম্পদ গড়ে তুলেন। তাই তার স্ত্রী ও শ্যালকও পৃথক পৃথক মামলা আদালতে বিচারাধীন রয়েছেন। |
স্বাধীন বাংলা ডট কম
প্রকাশক কর্তৃক ৩৭/২, ফায়েনাজ অ্যাপার্টমেন্ট (১৫ম তলা), কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০ হতে প্রকাশিত । সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ অ্যাপার্টমেন্ট (১৫ম তলা), কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ০২-৯৫৬২৮৯৯ মোবাইল: ০১৬৭০-২৮৯২৮০ ই-মেইল : swadhinbangla24@gmail.com |
প্রধান উপদেষ্টা: ফিরোজ আহমেদ ( সাবেক সচিব, বাণিজ্য মন্ত্রণালয় )
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাঃ মো: হারুনুর রশীদ সম্পাদক ও প্রকাশক মো. খয়রুল ইসলাম চৌধুরী ইউরোপ মহাদেশ বিষয়ক সম্পাদক- প্রফেসর জাকি মোস্তফা (টুটুল) |